///ভোল পাল্টে রাতারাতি আ. লীগ থেকে বিএনপিতে
////গাজীপুরের টঙ্গী এরশাদনগরবাসীর কাছে মূর্তিমান আতঙ্কের নাম সন্ত্রাসী কামরুল ইসলাম কামু। তার নামে টঙ্গী পূর্ব থানায় জোড়া খুন, মাদক কারবার, অস্ত্র ব্যবসা, দাঙ্গা-হাঙ্গামাসহ অন্তত দুই ডজন মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতাসীন নেতাদের ছত্রছায়া ও নেক নজরে থেকে অস্ত্র ও মাদক কারবারসহ দেদার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল কামু। গত ১৬ বছর টঙ্গীতে ত্রাসের রাজত্ব কায়েম করে দাবিয়ে বেড়িয়েছে কামু।