1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
তিন উপদেষ্টাসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে ......... সাইদুর রহমান - এখনই সময় টিভি
May 20, 2025, 4:14 pm

তিন উপদেষ্টাসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে ……… সাইদুর রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, November 12, 2024
  • 52 Time View

আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে নবনিযুক্ত ৩ উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সিভিল প্রশাসন ও পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের সনাক্ত করে অবিলম্বে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, আওয়ামী লীগের দোসররা ইউনূস সরকারকে অস্থিতিশীল এবং ব্যর্থ করার জন্যে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কয়েকজন উপদেষ্টা এবং সচিবসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ করতে চায়। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিগত কয়েকদিন আগে বিতর্কিত ৩ জন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শেখ বশির উদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ দেওয়ায় জাতি হতাশ হয়েছে। অনতিবিলম্বে এই তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে। আজকের এই মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি করা হয়। ১. নবনিযুক্ত তিন উপদেষ্টাকে অপসারণ। ২. জঙ্গী সংগঠন ইসকনের প্রটেকশন দাতা সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দ্রুত গ্রেফতার। ৩. সিটি কর্পোরেশন এবং পৌরসভার কাউন্সিলরদেরকে উস্কিয়ে দেওয়া এবং প্রটেকশন দেওয়ার অপরাধে মাহি বি চৌধুরী এবং বি চৌধুরীকে বাবা বলে সম্বধনকারী চাষী মামুনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ৪. আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মোস্তাফিজুর রহমান দিপু এবং মহিলা যুবলীগের সহ-সভাপতি শাহানাজ মতিন ঘূর্ণীর ভগ্নিপতি দুর্নীতিবাজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণহত্যায় জড়িত আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক-২ এর এডিশনাল ডিআইজি আলী আহমদ খান কে দ্রুত অপসারণ। ৫. গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বৃক্ষপালনবিদ কর্মকর্তা দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর শেখ মোঃ কুদরত-ই-খোদার দ্রুত অপসারণের দাবি জানান।
উক্ত মানববন্ধনে মনোয়ার হোসেন বেগ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু, সাবেক ছাত্রনেতা শাজাহান মিয়া সম্রাট, শাহীন রেজা টিপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV