1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সাংবিধানিকভাবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে ........সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর - এখনই সময় টিভি
May 20, 2025, 4:13 pm

সাংবিধানিকভাবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে ……..সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর

Reporter Name
  • Update Time : Saturday, December 14, 2024
  • 76 Time View

ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেছেন, সাংবিধানিকভাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্বীকৃতি দিতে হবে। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর ভূমিকা ছিল। তিনি আরো বলেন, পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর সাথে সাদিকার আন্দোলন থেকে স্বাধীনতার জন্য ২৩ বছর লড়াই করেছেন।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা, শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব হামিদা খাতুন সেলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল) ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সিলেট জেলার কৃতিসন্তান নাজিম উদ্দিন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী এদেশের মেহনতি মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। মওলানা ভাসানী এদেশে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবনী পাঠ্যপুস্তকে ব্যাপকভাবে বিস্তার করতে হবে। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আমাদের দাবি থাকবে মওলানা ভাসানীকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV