1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
তফসিল অনুযায়ী বারভিডা নির্বাচন আয়োজনের দাবি সদস্যদের - এখনই সময় টিভি
May 20, 2025, 4:13 pm

তফসিল অনুযায়ী বারভিডা নির্বাচন আয়োজনের দাবি সদস্যদের

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Saturday, December 14, 2024
  • 46 Time View

বাংলাদেশের রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর সদস্যরা নির্ধারিত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখেই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছে ।

বারভিডা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার ১৪ই ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে সংগঠনের সদস্যদের গণস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা ছয় মাস পিছিয়ে পড়েছি। নানা ছলছাতুরি করে একটি কুচক্রী মহল নির্বাচন অনুষ্ঠানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কোন একটি মহলের সুবিধা সৃষ্টি করার লক্ষ্যেই নির্বাচন অনুষ্ঠান বানচাল করার পাঁয়তারা করছে একটি চিহ্নিত মহল। প্রতিবার নির্বাচনের আগেই ওই গোষ্ঠীটি সক্রিয় হয়ে ওঠে এবং নির্বাচন বানচালের জন্য নানার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একটি গণতান্ত্রিক এবং সুষ্ঠু নেতৃত্বের অধীনেই এই সংগঠনটি এতদিন পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতা রক্ষার দাবি প্রতিটি সদস্যদের। তারা বিস্ময় প্রকাশ করে বলেন যে, আদালতে অসত্য তথ্য সরবরাহ করে এই কুচক্রী মহলটি আমাদের সংগঠনের নির্বাচন প্রতিহত করে প্রশাসক বসানোর পাঁয়তারা করছে।

 

অথচ অত্যন্ত গঠনতান্ত্রিক এবং গণতন্ত্রের ধারা প্রতিপালন করে প্রতিবার নির্বাচন অনুষ্ঠিত হয় । কোন অনিয়মের অভিযোগ না থাকা সত্ত্বেও কোনহীন চক্রান্তের অংশ হিসেবে আমাদের প্রাণপ্রিয় সংগঠনটিতে অযৌক্তিকভাবে প্রশাসক নিয়োগের ষড়যন্ত্র করছে। এতে সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

নেতৃবৃন্দ মনে করেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই এই ক্ষোভের প্রশমন এবং উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। উল্লেখ করা যেতে পারে,আগামী ২১ ডিসেম্বর ২০২৪ বারভিডার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি একটি মহলের অপতৎপরতা তা বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

বারভিডার সদস্য মোহাম্মাদ দিনুল ইসলাম বর্তমান নির্বাচন কমিশন বাতিল চেয়ে এবং স্বাধীন কমিশনের অধীনে নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট করেছেন। তবে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক দাবি করেছেন, “কিছু অসাধু চক্র মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সংগঠন ও দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।”

সদস্যদের একক দাবি: তফসিল অনুযায়ী নির্বাচন সংগঠনের বেশিরভাগ সদস্য একমত যে, তফসিল অনুযায়ী নির্বাচন না হলে বারভিডার কার্যক্রম ও ব্যবসা বিপর্যয়ের মুখে পড়বে। সদস্যরা জানিয়েছেন, “প্রশাসক নিয়োগের প্রস্তাব অগ্রহণযোগ্য। নির্বাচনের মাধ্যমেই সংগঠনের নেতৃত্ব নির্ধারিত হওয়া উচিত।”

আব্দুল হক বলেছেন, “আমরা চাই বাজেটের আগেই নির্বাচনের প্রক্রিয়া শেষ হোক, যাতে আমাদের দাবিদাওয়া সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করা যায়।” সদস্যরা দাবি করেছেন, “নির্ধারিত তারিখে নির্বাচন না হলে হাজারো ব্যবসায়ী ও কর্মী ক্ষতির সম্মুখীন হবে। আমরা সংগঠনের স্বার্থে গণস্বাক্ষরের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার দাবি জানাচ্ছি।”

 

বারভিডার কয়েকজন সদস্য গণমাধ্যমকে বলেন, “নির্বাচনের সঠিক সময়ে আয়োজন শুধু ব্যবসায়িক পরিবেশই বজায় রাখবে না, বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা আগামী ২১ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত তফসিল অনুযায়ী বারভিডার নির্বাচন আয়োজনে গণমাধ্যমসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV