1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
‘শত্রু’ ভেবে বন্ধুকেই এলোপাতাড়ি গুলি উত্তর কোরিয় সেনার । - এখনই সময় টিভি
May 19, 2025, 8:13 am

‘শত্রু’ ভেবে বন্ধুকেই এলোপাতাড়ি গুলি উত্তর কোরিয় সেনার ।

Reporter Name
  • Update Time : Sunday, December 22, 2024
  • 39 Time View
ইউক্রেনকে শায়েস্তা করতে গিয়ে আপাতত মহা সংকটে পড়েছে রাশিয়া। প্রতিবেশী দেশে আক্রমণ চালিয়ে যেতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধুত্ব করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের সঙ্গে। আর সেই বন্ধুত্বের খেসারত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পুতিন। রণক্ষেত্রে পুতিনের শত্রু ইউক্রেনকে ছেড়ে খোদ রুশ বাহিনীর ওপরেই গুলি চালিয়ে বসেছে কিমের সেনা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা। সেখানে লড়াই করতেই বন্ধু পুতিনের দেশে সেনা পাঠিয়েছেন উত্তর কোরিয় রাস্ট্রনেতা কিম।
কিন্তু সে দেশে গিয়ে একেবারেই নাজেহাল অবস্থা কিম সেনাদের। এ মুহূর্তে কুরস্ক অঞ্চলে তুমুল লড়াই চলছে দুদেশের সেনাদের মধ্যে। চারদিকে গুলি, গোলা-বারুদের কান ফাটানো শব্দ। ইউক্রেনের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গোলা-গুলির এই কান ফাটানো শব্দেই নাকি বিভ্রান্ত হয়ে যায় উত্তর কোরিয়ার সেনারা।

রুশ সেনার কমান্ড বুঝতে ভুল করে তারা। ভাষা সমস্যার জেরে তাই বন্ধুকেই ‘শত্রু’ ভেবে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে কিমের সেনারা। এতেই প্রাণ হারান রাশিয়ার ৮ সেনা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধপরিস্থিতির মাঝে কিমের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় পুতিনের।

চলতি বছরেই কূটনৈতিক রসায়নকে নতুন মোড়ে এনে দাঁড় করিয়ে উত্তর কোরিয়া গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। কিমের সঙ্গে আলোচনা হয় দুই দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী নিয়ে। প্রতি বছরই বিশ্বের একাধিক দেশে উত্তর কোরিয়ার বাসিন্দাদের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পাঠিয়ে থাকে কিম সরকার।
পুতিনের কূটনৈতিক সফরের পরই রাশিয়াকেও যুদ্ধে মদদ জোগানোর উদ্দেশ্যে গত অক্টোবর মাসে দেশটিতে কমপক্ষে ১০ হাজার সেনা পাঠান কিম।‘শত্রুপক্ষে’র বিরুদ্ধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা ছিল উত্তর কোরিয় সেনাদের। কিন্তু তাদের হাতেই কিনা সেনা হারাতে হলো রুশ বাহিনীকে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV