1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সিদ্দিরগঞ্জে শামীম ওসমানের নামে আরেক মামলা - এখনই সময় টিভি
May 19, 2025, 6:43 pm

সিদ্দিরগঞ্জে শামীম ওসমানের নামে আরেক মামলা

অনলাইন ডেস্ক:
  • Update Time : Thursday, January 9, 2025
  • 37 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আছে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Advertisement

মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী

গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

উক্ত মামলার এজাহারে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আ. লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আ. লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমূখককে।

এজাহার থেকে জানা গেছে, ৪ আগস্ট রাত ৮ টার সময়ে চিটাগাংরোডস্থ ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন।

আন্দোলন দমাতে সেসময় উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদী ছেলের পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV