হযরত বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতি নির্বাচন ২০২৫
হযরত বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতি লিঃ নির্বাচন ২০২৫। উক্ত মার্কেট নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মার্কেটে অনেক নবীন-প্রবীন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে বিগত টার্মে দুলাল জসিম মোহন আলী পরিষদের কমিটি মার্কেটের স্বার্থকে জ্বলাঞ্জলি দিয়েছে তাদের হীন স্বার্থে। অনেক ব্যবসায়ী তাদেরকে আর ভোট দিয়ে নির্বাচিত করতে চান না। তারা পরিবর্তনের পক্ষে আওয়াল-বিপ্লব-দাউদ-সোলায়মান মেহেদী পরিষদের পক্ষে কাজ করে যাচ্ছেন। অন্য একজন ব্যবসায়ী ক্যামেরার মুখোমুখী হয়ে বলেন, আউয়াল-দাউদ পরিষদ নির্বাচিত হলে আমাদের বহুতল ভবনের কাজ সব জটিলতার অবসান ঘটিয়ে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। রিপোর্ট করেন চৌধুরী আসিফ ইকবাল। ক্যামেরায় ছিলেন এ আর রাসেল।
Leave a Reply