গণপূর্ত কর্মচারী ইউনিয়ন বি-১৬৪৭ কেন্দ্রীয় কমিটি
বিগত সরকারের সময় কর্মচারীরা নানা রকমভাবে অনিয়ম, হয়রানী ও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবত মানবেতর জীবন যাপন করেছেন। ৫ আগস্ট সরকার পতনের পরে সবাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। তারই ধারাবাহিকতায় কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম সবুজ কর্মচারীদের দাবি আদায়ে অগ্রণী ভূমিকায় কাজ করছেন। সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে বলেন বিএনপির ৩১ দফায় শ্রমিকদের মৌলিক দাবিগুলোর ১১ দফা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১৮ বছর কোন দাবি বাস্তবায়ন করা হয়নি। বেতনও বৃদ্ধি করা হয়নি। বেতন বৈষম্য নিয়ে তিনি বলেন, সারাদেশে ১২ লাখ ৫৫ হাজার কর্মচারী রয়েছে সবার একই দাবি। রিপোর্ট করেন চৌধুরী আসিফ ইকবাল, মোবাইল: 01883815707। ক্যামেরায় ছিলেন এ আর রাসেল।