1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
মানবাধিকারে বিশেষ অবদানের জন্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা শহীদ জিয়া স্মৃতি পদকে ভূষিত - এখনই সময় টিভি
May 19, 2025, 6:21 pm

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা শহীদ জিয়া স্মৃতি পদকে ভূষিত

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025
  • 39 Time View

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল ২০ জানুয়ারি বিকেলে জিয়া সাংস্কৃতিক জোট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে “শহীদ জিয়া ও বাংলাদেশী জাতীয়তাবাদ” শীর্ষক আলোচনা সভা, জিয়া স্মৃতি সম্মাননা প্রদান, শীতার্তদের মধ্যে কম্বল বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জিয়া সাংস্কৃতিক জোট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও টকশো ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান হাবিব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবি, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, কন্ঠ শিল্পী মুজিব পরদেশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান সরকার, জিয়া সাংস্কৃতিক জোট এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুল ইসলাম রাজা, সহ- সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন শামিম, সহ- সভাপতি জাহাঙ্গীর কবির, সহ সাধারন সম্পাদক ডা: আমিরুল ইসলাম, কালের দিগন্তের সহ-সম্পাদক রাকেম নেওয়াজ চৌধুরী, জিয়া সাংস্কৃতিক জোট পাবনা জেলার সভাপতি মোঃ আসাদুজ্জামান টিটু ও সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন মিন্টু প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেহেরুন আশরাফ, তাবিজ ফারুক, সজীব পরদেশী, মঞ্জু পরদেশী, আনোয়ারুল ইসলাম খান, কামরুল ইসলাম বাবলু, টিটো পাগলা, ওয়েস্টার্ন মিলন ও সোহাগ। নৃত্য পরিবেশন করেন জাইমস ইসলাম পরী ও ফারহানা চৌধুরী বেবির দল। অনুষ্ঠান পরিচালনা করেন মঞ্জুর হোসেন ঈসা ও শাহনাজ বেগম। অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন কিশোর ডি কস্তা ও রুনা তানজানিয়া। রাত ১০ টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। মানবাধিকারে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শিল্পোদ্যোক্তায় মোঃ জাহাঙ্গীর হোসেন শামীম ও মানবসেবায় হাসানুল ইসলাম রাজা সহ ১০জনকে শহীদ জিয়া স্মৃতি পদক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং উদ্বোধক ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কে শহীদ জিয়া স্মৃতি পদক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV