ক্যান্টনমেন্ট সার্কেল সহকারী ভূমি কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল (ইভান) ভূমি সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভূমি সংক্রান্ত কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করে গ্রাহকদের মন জয় করেছেন।
শুক্রবার, ২৫ জানুয়ারি, বিকালে খিলক্ষেত প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার (স্বাধীন), সহ-সভাপতি মহিউদ্দিন মহিন, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, প্রচার সম্পাদক অন্তর, দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গ্রাহকরা জানান, “ইভান স্যারের উদ্যোগে জমির নামজারি, খারিজসহ অন্যান্য সেবাগুলো দ্রুততার সাথে সমাধান পাচ্ছে। আগে যেখানে দিনের পর দিন কোনো সেবা পাওয়া যেত না, এখন সেখানে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে।”
এছাড়া, খিলক্ষেতের বাসিন্দা আলী মিয়া বলেন, “আগে চার দিন ধরে খোঁজার পরেও খারিজ কাগজ পাওয়া যেত না, কিন্তু এখন ইভান স্যারের সহায়তায় সমস্যা সমাধান হয়েছে।”
ভূমি সেবা উন্নয়নে সহকারী কমিশনার শোয়েব শাত-ঈল ইভানের উদ্যোগ
ইভান স্যারের নেতৃত্বে ভূমি অফিসের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নও ঘটেছে। তিনি বলেন, “আমরা সবসময় সেবাপ্রার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কাজ করছি এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি।”
এছাড়া, অবৈধ বালু উত্তোলন, আবাদি জমির মাটি কাটা, এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনি নিয়মিত অভিযান চালাচ্ছেন।
ভূমি অফিসের সেবার মানের উন্নতি এবং গ্রাহকদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন।