রাজধানী ঢাকা মৌলভীবাজার কাঁচাবাজারের ব্যবসায়ীরা ভয়াবহ সংকটের মুখেমুখি। দুষ্টু চক্রের কবলে পড়ে এ ঐতিহ্যবাহী বাজার এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যবসায়ীরা নিরুপায় হয়ে রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খামখেয়ালীপনা ও কিছু লোকের চাঁদাবাজি ধান্ধাবাজির কবল থেকে মুক্ত করতে না পারলে এ বাজার বন্ধের উপক্রম হবে। এতে করে প্রায় ৫০০ দোকানদার তাদের জীবন জীবিকা থেকে বঞ্চিত হবে। এ মহুর্তে সময়ের দাবী ব্যবসায়ীরা ইজারামুক্ত বাজার চায় ও অবৈধ ইজারা বাতিল করে চাঁদাবাজ দখলদার মুক্ত ব্যবসার পরিবেশ চায়। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দীন জনি বলেন, এই ইজারা বৈধ কিনা অবৈধ বিষয়টা আইন আদালত দেখবে। তবে পাবলিকের জায়গায় ইজারা হয়না। এ মহুর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচিত দ্রুত ইজারা বাতিল করা। রিপোর্ট করেন চৌধুরী আসিফ ইকবাল। ক্যামেরায় ছিলেন এ আর রাসেল। প্রযোজনা উপদেষ্টা: মনসুর রহমান পাশা।