ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল। শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন।’
শুক্রবার বিকালে জুরাইনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে নুর এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
নুর বলেন, ‘বিগত সরকাগুলো জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে বর্তমান সরকারও যদি সেই পথে হাঁটে, তাহলে তারা ভিলেনে পরিণত হবে। বাংলাদেশে বাম-ডান সব দলের রাজনীতি করার অধিকার থাকলেও আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না। তাই আওয়ামী লীগ যদি মাঠে নামে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
Leave a Reply