শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবী জানিয়েছেন কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। নির্বাচিত জনপ্রতিনিধিরাই যুগোপযোগী সংস্কার করবে।’ ৯ মার্চ ২০২৫ রোববার বিকেল ৪টায় কবি সংসদ বাংলাদেশ কর্তৃক রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘প্রবন্ধকার নুরুল্লাহ ফরহাদ নূর চৌধুরীর ভাবনায় রাজনৈতিক যুগোপযোগী সংস্কার ও সংশ্লিষ্ট বিষয়াদির রূপরেখা’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নায়লা ইসলাম। আলোচনায় অংশ নেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দোলা চৌধুরী, গণ অধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র ফারুক হাসান,সিনিয়র সাংবাদিক ও কোটা আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ, কবি আসাদ কাজল, অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, সাংবাদিক আখতার হোসেন, কবি রলি আক্তার, প্রকাশক জাহাঙ্গীর আলম, কবি জান্নাতুল ফেরদৌসী, মাঈনউদ্দীন, নাজমুল হাসান মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বর্তমানে দেশে ধর্ষণ, নারী নির্যাতনসহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বর্তমান সরকারকে নারী নির্যাতনসহ সব ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হাতে দমন করে দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সেমিনার ও ইফতার শেষে শাসনব্যবস্থার সংস্কার প্রস্তাবনার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রাবন্ধিক মো. নুরুল্লাহ ফরহাদ নুর চৌধুরী।
Leave a Reply