1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিলেন সৌদি আরবে আটককৃত ১২জন রেমিট্যান্স যোদ্ধা ভিকটিম পরিবার - এখনই সময় টিভি
May 9, 2025, 2:20 pm

প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিলেন সৌদি আরবে আটককৃত ১২জন রেমিট্যান্স যোদ্ধা ভিকটিম পরিবার

Reporter Name
  • Update Time : Saturday, March 15, 2025
  • 29 Time View
৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান হতে পুলিশ কর্তৃক আটককৃতদের মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবহেলার প্রতিবাদ এবং রেমিটেন্স যোদ্ধাদের মুক্ত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর হস্তক্ষেপ কামনায় ১৫ মার্চ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কারারুদ্ধ মোঃ বাদলের পক্ষে আজম জামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিকসহ ১২জন ভিকটিম পরিবারের সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্য পাঠ করেন, সৌদি আরবে আটককৃত ইসমাইল হোসেনের বড়ভাই আহসান উল্লাহ। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বক্তব্য রাখেন মোঃ লাকিন, আহসান উল্লাহ, মোঃ পারভেজ হোসেন, রুনা আক্তার, মোঃ মিজানুর রহমান রনি, ওবায়দুল্লাহ, মোসাঃ শারমিন, শামসুন্নাহার, মন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে ১৬ মার্চ তাদের স্ব স্ব দপ্তরে ক্ষতিগ্রস্থ ভিকটিম পরিবারের সদস্যরা স্মারক লিপি প্রদান করবেন। ঈদের আগে  তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে ঈদের পরে ভিকটিম পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।
এসময় সংহতি প্রকাশ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশে রেমিট্যান্স যোদ্ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফ্যাসিবাদ পতনের আন্দোলনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রয়েছে। আমরা যখন ফ্যাসিবাদ পতনের আগে বাংলাদেশে রেমিট্যান্স না পাঠানোর জন্য আহ্বান জানিয়ে ছিলাম তখন তারা আমাদের সেই ডাকে সারা দিয়েছিল। এখন তারা যদি কারাগারে থাকে তাহলে কিসের সংস্কার। তাদের দ্রুত মুক্তির জন্য তিনি প্রধান উপদেষ্টাসহ সকলের দৃষ্টি কামনা করেন।
এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, যতদিন তাদের মুক্তি না হবে ততদিন তাদের পক্ষে আমরা লড়াই-সংগ্রাম করবো। আমি বিশ্বাস করি নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনুস এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করবেন।
মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে রয়েছে। আর বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা কারাগারে থাকবে এটি আমরা মানতে পারি না। প্রফেসর ড. ইউনূস তিনি যদি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তাহলে তাদের মুক্তি সময়ের ব্যাপার মাত্র।
এসময় অনুষ্ঠানস্থলে কারাগারে যারা রয়েছে তাদের স্ত্রী, শিশু সন্তান ও পরিবারের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
বর্তমানে যারা সৌদি আরবের আল কাসিম বুরাইদা সফর জেলে আছেন তাদের নামের তালিকা- মোঃ বাদল, পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম-ইমামপুর, পো-মাহমুদপুর, থানা-মেলান্দহ, জেলা- জামালপুর।  ইসমাইল হোসেন, পিতা- ইব্রাহিম খলিল, গ্রাম- মোহাম্মদপুর, পো- মোহাম্মদপুর, থানা- চাঁটখিল, জেলা- নোয়াখালী। মোঃ কাউসার হোসেন স্বপন, পিতা- মোঃ আবুল হোসেন, সাং- লক্ষীপুর, পো-বহরিয়া বাজার,  জেলা- চাঁদপুর সদর। এরশাদ, পিতা- ইসরাফিল, গ্রাম- ঘাটেশ্বরী দক্ষিণ পাড়া, ডাকঘর-বহেড়া তৈল-১৯৫০, সখিপুর, টাঙ্গাইল। জুয়েল রানা, পিতা- ফিরোজ মিয়া, গ্রাম- বড়তলা, পো- আশুগঞ্জ, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মোঃ শাকির হোসেন, পিতা- কবির হোসেন, গ্রাম- কড়াইল, পো- মির্জাপুর, থানা-মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। মোঃ হাবিবুর রহমান, পিতা- হাজী হাফেজ আলী মিঝি, গ্রাম-মহজনপুর, পো-আলগী বাজার, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর। মোঃ আবুল হোসেন, পিতা- মোঃ নানু মিয়া, গ্রাম-মুক্তরামপুর, পো-সলিমগঞ্জ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ জামিল হোসাইন, পিতা- মোঃ আবদুল মান্নান, সাং-নোয়া বাড়ি, অটেহরা, ডাকঘর- কালির হাট-৩৫০১, বরুড়া, কুমিল্লা। মোহাম্মদ ইয়াকুব, পিতা মৃত- মোঃ আক্তার, দক্ষিণ মালিভিটা, পো- দক্ষিণ কেরাণীগঞ্জ, আব্দুল্লাহপুর, ঢাকা। সাদ্দাম হোসাইন, পিতা- আবু তায়েব, গ্রাম- কালিকাচর, পো- কালিকাচর, থানা-সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মাসুদ গাজী, পিতা- মুনাফ গাজী, গ্রাম-মহজমপুর, পো- আলগি বাজার, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV