মোঃ মামুন: ২২শে মার্চ ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ বাদল মাদবর, মোঃ সাইদ, মোঃ আলী প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মহোদয়। তিনি বলেন, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এর আগে ২০২৩ সালের ২৫ জুলাই, আমাদের সমস্যার সমাধানে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ধর্মঘটের ডাক দিয়েছিল । সে সময়, তৎকালীন বিআরটিএ’র চেয়ারম্যান মহোদয় এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করি। তখন তারা বলেছিলো দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে এবং সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হবে না। পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলস্বরূপ, ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ৷ দীর্ঘ প্রায় ২ বছর হতে চললো, দুর্ভাগ্যবশত, আজ পর্যন্ত আমরা সেই নীতিমালার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না । এ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পথে পথে ভোগান্তির সম্মুখিন হচ্ছি আমরা। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিআরটিএ কর্তৃক একটি খসড়া অ্যাম্বুলেন্স নীতিমালা সচিবালয়ে পাঠানো হলেও, তা এখনো আলোর মুখ দেখেনি। সেই নীতিমালা সচিবালয়ের লাল ফিতার দৌড়াত্বে বন্দী হয়ে আছে। এর ফলে, দেশের বিভিন্নপ্রান্তে অ্যাম্বুলেন্স চলাচলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশ সড়ক আইনে ট্রাফিক পুলিশি মামলা। প্রতিদিন, নানা অজুহাতে ১০-২০ হাজার টাকার মোটা অংকের মামলা দেওয়া হচ্ছে, যা আমাদের জন্য একেবারেই অস্বাভাবিক এবং বিপজ্জনক। আয় না থাকলেও, ধার-দেনা করে মামলার টাকা পরিশোধ করতে হচ্ছে, যা আমাদের সার্বিক সেবা প্রদানকে কঠিন করে তুলছে। অযৌক্তিক এমন হয়রানি বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবায় খরচ কমে আসবে। যাতে রোগী পরিবহন আরো সহজ হবে। এমতাবস্থায়, আমরা বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছে। যদি তাদের দাবি বাস্তবায়ন না হয়, কঠোর কর্মসূচীর দিকে এগিয়ে যেতে হবে। আমাদের অপ্রত্যাশিত সেই কর্মসূচীর দিকে ঠেলে না দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান রইলো ।তাদের কর্মসূচী হলো: ১. নীতি মালার দাবীতে ৬ই এপ্রিল ২০২৫ তারিখে সারা দেশব্যাপী সু-শৃংখল অ্যাম্বুলেন্স র্যা লি ও পথসভা । ২. ১২ ই এপ্রিল ২০২৫ তারিখ, ভোর ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত, সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করবো। টোল ফ্রি বাস্তবায়ন চাই, হাসপাতাল সমুহে পার্কিং সুবিধা চাই, বানিজ্যিক রেজিষ্ট্রেশন চাই, অ্যাম্বুলেন্স আয়কর মুক্ত চাই, অ্যাম্বুলেন্স এর নীতিমালা চাই, অ্যাম্বুলেন্সে ৮ সিটের আসন চাই।