1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটায় বাংলাদেশ গণমুক্তি পার্টির প্রতিবাদ - এখনই সময় টিভি
May 18, 2025, 4:22 pm

বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটায় বাংলাদেশ গণমুক্তি পার্টির প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Wednesday, March 26, 2025
  • 28 Time View

বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৬ মার্চ বুধবার এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, যার ফলে প্রায় ৩০ জন আহত হয়। আমরা এই অমানবিক ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনকারী ঘটনার তীব্র নিন্দা জানাই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ গণমুক্তি পার্টি দাবি করছে: আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোশাক শ্রমিকদের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ সকল ন্যায্য দাবি অবিলম্বে পূরণ করতে হবে।
শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV