আসন্ন কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ২০২২-২০২৪ ইং সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তায় অনেক দূর এগিয়ে আছেন। আমরা কারওরান বাজারের কাব্যকস মার্কেট ঘুরে অধিকাংশ ব্যবসায়ী ও ভোটার বৃন্দের সাথে কথা বলে জানতে পারি বিগত দিনগুলোতে তারা অনেক অবহেলা ও প্রতারণার শিকার এবং সমিতির কতিপয় লোকের কাছে তারা জিম্মি। সমিতির সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। তাই অধিকাংশ ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে আসন্ন ইলেকশন এর মাধ্যমে পরিবর্তন আশা করেন। এক প্রশ্নের জবাবে ভোটারবৃন্দ স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মোঃ সেলিম রেজার কথা উল্লেখ করে বলেন, আমরা এবার ছাতা মার্কায় ভোট দিয়ে সেলিম রেজা কে সভাপতি পদে দেখতে চাই কারণ, এই কাব্যকস মার্কেটে সেলিম রেজার বিকল্প নেই। আমরা সুখে দুঃখে সেলিম রেজাকে কাছে পাই। সাবেক সভাপতি সেলিম রেজার হাত ধরে এই মার্কেট সমৃদ্ধি লাভ করে। উক্ত বিষয় নিয়ে বাংলাটিভির৭১ মুখোমুখি হয়ে সেলিম রেজা বলেন, আমি সম্মানিত ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হতে পারলে যে কোন মূল্যে ভোটারদের অধিকার ফিরিয়ে আনব এবং সম্মানিত ব্যবসায়ীদের কল্যাণে আলোচনা সাপেক্ষে যে কোন সময়োপযোগী সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সাক্ষাৎকার গ্রহণ করেন স্পেশাল করেসপন্ডেন্ট চৌধুরী আসিফ ইকবাল। #এখনই_সময়_টিভি #ekhoni_somoy_tv