আল মায়ামী: বাংলাদেশে বসবাসরত অবাঙ্গালী বিহারী সম্প্রদায় ০২ জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ এসপিজিআরসি সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ।
অপ্রতিরোধ্য দুর্বার গতিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলা বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ বিজয় ও টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী ও পঞ্চম বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশে বসবাসরত অবাঙ্গালী বিহারী সম্প্রদায় এর পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবগত আছেন যে, বাংলাদেশ এর ১৩টি জেলা ও ৭০টি ক্যাম্পে ও ক্যাম্পের বাহিরে বসবাসরত অবাঙ্গালী বিহারী সম্প্রদায় এসপিজিআরসির বাংলাদেশ এর নেতৃত্বে আওয়ামীলীগকে মনে প্রাণে ভালোবেসে বিপুল ভোটে নিজ নিজ এলাকা থেকে আপনার মনোনিত প্রার্থী কে বিজয়ী করে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে আশাবাদী আপনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা সংখ্যালঘু অবাঙ্গালী বিহারী সম্প্রদায়দের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদে আমাদের ০২ জন মহিলা সংসদ সদস্য ও একজন সাধারন সংসদ সদস্যকে সুযোগ দিয়ে ক্যাম্পের বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষ্যে জাতীয় সংসদে অবাঙ্গালীদের সমস্যার দিকগুলো তুলে ধরতে পারবে বলে আমরা আশাবাদী। জয় বাংলা জয় বঙ্গবন্ধু