1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
TRP নিয়োগ বাতিল এর স্থগিতআদেশ চেম্বার কোর্টে বহাল - এখনই সময় টিভি
May 19, 2025, 9:16 am

TRP নিয়োগ বাতিল এর স্থগিতআদেশ চেম্বার কোর্টে বহাল

Reporter Name
  • Update Time : Monday, January 29, 2024
  • 220 Time View

আল-মায়ামী: Item-11, CMP Judge in Chamber court এর অ্যাপীলাত ডিভিশন এ TRP রীট শুনানিতে পূর্বের অর্ডার বহাল থাকলো। এসার নং-২০৭-আইন/আয়কর- ০২/২০২৩ তারিখ ২৬ জন ২০২৩ এর অর্থাৎ Tax Return Preparer (TRP) বিধি মালা এর বৈধতা চ্যালেঞ্জ করে Bangladesh Tax Lawyers Association (BTLA) এবং Dhaka Taxes Bar Association (DTBA) যৌথভাবে একটি Writ Petition মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের করেন। যার নম্বর ২৭৪/২০২৪ তারিখ ১০-১-২০২৪। মহামান্য হাইকোর্টে দায়েরকৃত Writ Petition শুনানি অন্তে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৪ সপ্তাহের জন্য Rule Nisi ইস্যু করে এবং ৬ মাসের স্থগিতাদেশ দেয়। মহামান্য হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে Civil Miscellaneous Petition (CMP) দায়ের করেন। মহামান্য আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে রবিবার ২৮শে জানুয়ারী দুপুরে চেম্বার জজ আদালত এই আদেশ প্রদান করেন। এর ফলে আয়কর রিটার্ন প্রস্তুতকারী আবেদন আহবানের বিজ্ঞপ্তির কার্যক্রম আপাতত স্থগিতই থাকছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মাননীয় এটর্নি জেনারেল এডভোকেট এ এম আমিনউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সিনিয়র অ্যাডভোকেট শাহ, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও এডভোকেট পলাশ চন্দ্র রায় মঞ্জুরুল হক প্রমুখ। রিটে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ারস এসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট খোরশেদ আলম, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি ডঃ বি এন দুলাল, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুজ্জামান থান দিপু, সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক ট্রেজারার, সৈয়দ জাফরুল হাসান অপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV