২৪ মে। আসন্ন ২৫ মে ২০২৩, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭নং ওয়ার্ডে (টিফিন ক্যারিয়ার মার্কায়) কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রজব আলী। তিনি নির্বাচনের প্রচারাভিজানের সময় ব্যাপক সমর্থকদের সাথে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত নৌকা নৌকা স্লোগান দিয়ে যেখানে যাচ্ছেন সেখানেই মুখরিত করছেন নৌকার প্রার্থীকে। বিস্তারিত তুলে ধরেন বাংলাটিভি৭১ এর চীফ রিপোর্টার নাছির মোল্লা। ক্যামেরায় ছিলেন আসিফ মোল্লা। প্রযোজনা উপদেষ্টা: সালাম মাহমুদ।