মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই অতিরিক্ত ফ্লাইট শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী মালয়েশিয়ায় যেতে পারবেন। কিন্তু টিকেট ছাড়াই কয়েকশ মানুষ সকাল থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভিড় করে আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য।
কুষ্টিয়া থেকে আসা মনিরুল ইসলাম নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এজেন্সি তাদের দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকেট দিতে পারেনি। বলছে, টিকেটের দাম বেশি হওয়ায় তারা কুলিয়ে উঠতে পারছে না।সর্বশেষ সন্ধ্যার একটি ফ্লাইটের টিকেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই টিকেট তিনি এখনও হাতে পাননি।
বিশেষ অতিরিক্ত ফ্লাইটের টিকেট কীভাবে মিলবে, সে কথা জানিয়ে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গিকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) প্রতিনিধি বিমানের জেলা বিক্রয় অফিস মতিঝিলে পাঠাবেন। বায়রার তালিকা অনুসারে বিমানের মতিঝিল বিক্রয় অফিস থেকে নগদ টাকায় টিকেট কেনা যাবে।
যাত্রীদের ‘সুবিধার কথা বিবেচনা করে’ এই ফ্লাইটের ভাড়া ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাষ্য।
মালয়েশিয়া যেতে বাংলাদেশি নতুন কর্মীদের সময় শেষ হচ্ছে শুক্রবার। এই সময়সীমার সুযোগ নিয়ে একটি চক্র মালয়েশিয়ার টিকেটের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই রুটে ৩০ হাজার টাকার টিকেটের দাম ১ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এ নিয়ে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।