1. admin@ekhonisomoy.tv : ekhonisomoy :
  2. admin@facfltd.com : facfltd :
কেন ইউরোপ যেতে জীবনের ঝুঁকি নিচ্ছেন পাকিস্তানিরাএখনই সময় টিভি : - এখনই সময় টিভি
March 10, 2025, 1:04 pm

কেন ইউরোপ যেতে জীবনের ঝুঁকি নিচ্ছেন পাকিস্তানিরাএখনই সময় টিভি :

নিজস্ব প্রতিবেদক;
  • Update Time : Friday, February 28, 2025
  • 4 Time View

……………………………………………. ইউরোপ; এক উন্নত জীবনের হাতছানি। যে স্বপ্নে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পারি জমাচ্ছেন পাকিস্তানের হাজারো তরুণ। কেন হঠাৎ নিজ দেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের দিকে ঝুঁকছে দেশটির তরুণরা? কেন অবৈধভাবে সাগরপথে ইউরোপে গিয়ে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন তারা? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ভয়েস অব আমেরিকা। আমির আলী যখন গত গ্রীষ্মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার গ্রামের সরু গলিগুলো ছেড়ে স্পেনের বিশাল চত্বরগুলোর উদ্দেশে রওনা হন, তিনি ভেবেছিলেন উন্নত এক জীবনের জন্য তার স্বপ্ন অবশেষে সত্য হতে চলেছে। এই ২১ বছর বয়সি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশে ভিসা পেতে সাতবার ব্যর্থ হয়েছেন। ছয় মাস পর, আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা উপকূল থেকে মরক্কোর কর্তৃপক্ষ অভিবাসীদের একটি আটকে পড়া নৌকা থেকে যে ২২জন পাকিস্তানিকে উদ্ধার করে, আলী ছিলেন তাদের একজন। ক্ষুধা, পানিশূন্যতা এবং মানবপাচারকারীদের হাতে নির্যাতনের ফলে যে ৫০জন পুরুষ মারা যায়, তাদের মধ্যে অন্তত ৪৩জন ছিলেন পাকিস্তানি। পাঞ্জাবের গুজরানওয়ালা জেলায় তার গ্রামে আঘাত পাওয়া পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে আলী বলেন, তিনি বেঁচে যাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। ‘এটা এমন না যে, আমরা কিছু খাবার বা পানি পাওয়ার কারণে বেঁচে গেছি। একদম না। আল্লাহ আমাদের বাঁচাতে চেয়েছেন, শুধুমাত্র সেকারণেই আমরা বেঁচে গেছি।’ গত বছর ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ইউরোপ যাওয়ার পথে নৌকা দুর্ঘটনায় কয়েক ডজন পাকিস্তানি মারা গেছেন। ইউরোপে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসীরা যেসব দেশ থেকে আসেন, তাদের তালিকার প্রথম ১০টিতে পাকিস্তান নেই। কিন্তু তারপরও, পাকিস্তানের হাজার হাজার নাগরিক প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। কর্মকর্তারা বলেন, মানবপাচারকারীরাও চালাক হয়ে যাচ্ছে। তাদের নেতারা আইনের হাত থেকে বাঁচার জন্য বিদেশে চলে গেছে, এবং তাদের অপরাধকর্ম থেকে আয় করার অর্থ সরানোর জন্য ডিজিটাল মুদ্রা ব্যবহার করছে। #ekhonisomoytv

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV