গত ৫ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার ২৪ ইং বিকাল ৪টায় খিলক্ষেত অভিজাত হোটেলে সাবেক সভাপতি মোঃ হাবিব সরকার স্বাধীনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাবের পূর্বের কমিটি উপদেষ্টা ও সদস্য নেতৃবৃন্দদের সাথে আলোচনা শেষে। সভায় উপস্থিত সদস্যদের সম্মতি ক্রমে এক ২১ আহ্বায়ক কমিটা গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিতে মোঃ হাবিব সরকার স্বাধীন (সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ) কে আহ্বায়ক মনোনীত করা হয় এবং যুগ্ম- আহ্বায়ক মো.রিপন হাওলাদার (দৈনিক সরেজমিন বার্তা), মোঃ আবু মুসা হিমেল,
মোঃ কামরুল ইসলাম (দৈনিক আলো প্রতিদিন), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক) যায়যায়দিন) । সদস্য সচিব মো.ওমর ফারুক (দৈনিক বর্তমান কথা) ।
সদস্য : রবিন আহমেদ (জাতীয় অর্থনীতি), এস এম আবুল কালাম আজাদ (দি ডেইলি গ্লোবাল নেশন), মোঃ শামীম আহমেদ (মর্নিং টাইমস), আবুল কালাম (সাপ্তাহিক তদন্ত চিত্র), মোঃ সোহেল হাওলাদার (দৈনিক পূণরুত্থান), শ্রী অনিক দাশ (অপরাধ বিচিত্রা), মহসিন আহমেদ, বিন ইয়ামিন (দৈনিক পূণরুত্থান), মোঃ আরিয়ান সূমন (অপরাধ দমন), বিপ্লব (এশিয়ান টিভি), সাইফুল (নাগরিক টিভি), সাইদুর রহমান এ্যানি (ঢাকার ক্রাইম ২৪), ফরহাদ (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), আব্দুর রাজ্জাক (ক্রাইম নিউজ), নুরু আহমেদ (নিউজ ২৪), গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের মনোনীত চুড়ান্ত কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।