সাম্প্রতিক সময়ে বহুল সমালোচিত দুদকে অভিযুক্ত মোতালিব প্লাজা মার্কেটের মোবাইল ফিক্সার কোম্পানির মালিক সজিব জমাদ্দার ওরফে আহমেদ বিন সজিব সিনিয়র সাংবাদিক মাসুদ রানা’কে গ্রুপ কলে মামলা হামলার হুমকি দেন।উক্ত গ্রুপ কলে উপর প্রান্ত থেকে যুক্ত ছিলেন আইফিক্সস ফাস্ট এর কর্ণধার আকিবুল ইসলাম আরিয়ান ।
গত ৫ আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হোন স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পদত্যাগের পর একের পর এক বেরিয়ে আসে দলীয় নেতাকর্মী সেলিব্রেটি কনটেন্ট ক্রিয়েটার ইউটিউবারসহ বেশ কয়েকজন সেলিব্রেটির প্রকাশ পায় দেশদ্রোহী কার্যক্রম ।তারমধ্য অন্যতম হলে মাইটিভির পরিচালক বর্তমানে হত্যা মামলার পলাতক আসামী সমালোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় মোবাইল ফিক্সার এর কর্ণধার আহমেদ বিন সজিব অনিয়ম ও দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে যা দেখে রীতিমত হতভাগ হয়েছেন মোতালিব প্লাজার অন্যন্যা ব্যবসায়ীরা। সজিবের বিরুদ্ধে অভিযোগ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে ও ছাত্রদের উপর আঘাত করতে তার সহচর তৌহিদ আফ্রিদি ও তার মাদারীপুরের বড় ভাই ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী’কে প্রচুর অর্থের যোগান দিয়েছেন মোতালিব প্লাজায় মোবাইল ফিক্সার এর কর্ণধার আহমেদ বিন সজিব ।
অনুসন্ধানে আরো উঠেছে আহমেদ বিন সজিব মোবাইল ফিক্সার নামে কোম্পানি খুলে সার্ভিসিং এর আড়ালে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় সাথে সরাসরি জড়িত।চোরাইকৃত মোবাইল কম দামে কিনে অধিক দামে বিক্রি করে অল্প সময়ে বণে গেছেন কোটিপতি,ছড়েন ব্যক্তিগত বিলাস বহুল স্পোর্টস কারে।একটি নয় দুইটি নয় বেশ কয়েকটি ব্যক্তিগত বিলাস বহুল গাড়ি ও ফ্লাট রয়েছে সজিবের।সন্ধ্যা নামলে সজিব চলে যান আভিজাত এলাকায় গুলশান বানানীতে । বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন মার্কেটে অভিযান চালাত ডিবি।মোতালিব প্লাজা সজিবের ৭ টি দোকানের পাশাপাশি বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে ও তার দোকান রয়েছে
এরই মধ্য সজিব মালেশিয়া থেকে আইফোন সিক্সটিন এর একটি বড চালান এনেছেন বলে জানা যায় এই বিষয়ে সত্যত্য জানান জন্য সজিবের বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্কের দোকানের কর্মচারীর কাছে জানতে ফোন দিলে তারা বলেন আমাদের কাছে আইফোন সিক্সটিন সিরিজের ফোন আমাদের প্রতিটি শো-রুমে হিউজ পরিমান আছে আপনাদের যা কয়টা লাগবে দেওয়া যাবে। মোবাইল ফিক্সারে হিউজ আইফোন সিক্সটিন থাকা নিয়ে বিটিআরসির উপ-পরিচালক গোলার সারোয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি বসুন্ধরা ও যমুনা ফিউচার মার্কেটে হিউজ আইফোন সিক্সটিন ঢুকে যার বাজার মূল্য ২ লক্ষের ও অধীক খুব অল্প সময়ে বিপুল পরিমান মোবাইল কিভাবে আমাদের দেশের মার্কেটে এসেছে সবাই প্রতিটি মোবাইলে সঠিক ইনকাম টেক্স দেওয়া হয়েছে কিনা তা নিয়ে বিটিআরসি কাজ করছেন খুব শীর্ঘই ঐসকল মার্কেটে র্যাব ও বিটিআরসি একটি যৌথ অভিযান হবে বলে জানান তিনি।
হামলা মামলা অভিযোগের বিষয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ রানা কাছে জানতে চাইলে তিনি বলেন,আজ বিকাল আনুমানিক ২:২৭ ঘটিকার সময় মোতালিব প্লাজা মোবাইল সার্ভিসিং সমালোচিত নাম আইফিক্সস ফাস্ট এর মালিক আকিবুল ইসলাম আরিয়ান সাংবাদিক মাসুদ রানা’কে গ্রুপে কল দেন গ্রুপ কলের অপর প্রান্ত ছিলেন মোবাইল ফিক্সার এর কর্নধার আহমেদ বিন সজিব,প্রথম দিকে সজিবের হয়ে দালালি করতে আসেন আইফিক্সস ফাস্ট এর কর্ণধার আকিবুল ইসলাম আরিয়ান।আরিয়ানের বিরুদ্ধে এর আগে ও নারী কেলেংকারিসহ নানা অভিযোগ রয়েছে আমাদের কাছে। অপর প্রান্ত থেকে আহমেদ বিন সজিব নিজেকে সিলিব্রেটি দাবী করেন ও দেশের প্রথম সারির বেশ কয়েকটি পত্রিকার তার বিরুদ্ধে নিউজ হয়ে গত কয়েকদিনে যা আপনারা ও দেখেছেন,জোর গলায় আহমেদ বিন সজিব বলেন নিউজ মিউজে তার বাল ও ছিঁড়া যাবে না,আমি একজন সেলিব্রেটি,আমার সাথে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের ছবি থাকতে পারে বলে দাবী করেন নিজের অনেক বড় মাফের ব্যবসায়ী ও মাফিয়া দাবী করেন সজিব,সর্বশেষে সাংবাদিক মাসুদ রানা,কে মামলা হামলা ভয়ভীতি দিয়ে হুমকি দেন সজিব।