১৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ সোমবার
বিকেল ৪:০০ ঘটিকার সময়
সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায়
গ্রন্থ উন্মোচন মঞ্চে
কবি সাহানা সুলতানার প্রথম প্রকাশিত একক কাব্য গ্রন্থ””
“”বিলম্বিত প্রহরে “”বই এর মোড়ক উন্মোচন কর হয় তিন প্রজম্মের হাত ধরে। কবি সাহানা সুলতানা, কবির মা এবং কন্যা।
হৃদয়ে পতাকা ২ মার্চ এর আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম সামছুল আলম নিক্সন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মাহামুদুল হাসান নিজামী, সাবেক রাস্ট্রদূত রফিকুল ইসলাম, কবি শিমুল পারভীন, কবি মুক্তা পারভীন, কবি লাবণ্য সীমা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবাধিকার নেতা মনিরুল ইসলাম, সোহেল মৃধা, জাতীয় জনতা ফোরাম এর সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদার, সংগঠক লিটন, কবি ইকবাল হোসেন, কবির বন্ধু স্বাধীন, নীলা, সংগীত শিল্পী নেহা সহ প্রমুখ।
অনুষ্ঠানে কবি সাহানা সুলতানার মা বলেন, আমি গর্বিত আমার বড় মেয়ে আজ আমাকে সন্মানিত করেছে। এত গুণী মানুষের পাশে আমার সন্তানের লেখা বই নিয়ে কথা বলতে পারছি, এরচেয়ে বড় কোন প্রাপ্তি আমার জীবনে নেই। আমি ওকে অনেক দোয়া করে দিলাম। এসময় লেখকের চোখ আনন্দে ছলছল করে চোখের পানি ঝড়ে।
বইটি প্রকাশ করেছেন আবুল খায়ের, প্রতিবিম্ব প্রকাশ,
প্রচ্ছদ করেছেন, এ, কে লাডু।
উৎসর্গ করেছেন কবি সাহানা সুলতানার সন্তান
শয়ন, নয়ন এবং সুমাইয়াকে।
কবি সাহানা সুলতানা হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভাপতি, একজন আবৃত্তি শিল্পী, রন্ধন শিল্পী এবং সংগঠক ও সমাজসেবী।
বইটি পাওয়া যাবে
প্রতিবিম্ব প্রকাশ
স্টল নং ৬১৬-১৭ তে।
Leave a Reply