সাম্প্রতিক সময়ে নিউমার্কেট থানাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে প্রতিনিয়ত কাজ করছেন নিউমার্কেট থানা পুলিশ।
তারাই ধারাবাহিকতা ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ এর সার্বিক দিকনির্দেশনায় নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোহসীন উদ্দিনের দূরদর্শী নেতৃত্বে নিউমার্কেট থানার অফিসার এসআই ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ গত ১৭ আগষ্ট ২০২৪ ইং অভিযান পরিচালনা করে প্রতারনার মামলার ঘটনার জড়িত পান্না বেগম (৪১)ঢাকাকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা বাজারের ডাঁচ-বাংলা ব্যাংকের সামনে পিচ রাস্তার উপর হতে আটক করেন।
উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং নারী কনস্টেবল দ্বারা তল্লাশীকালে উক্ত আসামীর হাতে থাকা অফিসিয়াল হাত ব্যাগের ভিতরে রক্ষিত নগদ ৬,০১,২৫০/- (ছয় লক্ষ এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা,ইসলামী ব্যাংক পিএনএম ইন্টারন্যাশনাল একাউন্ট নাম্বার-২০৫০৭৭৭০১০০৭২৩৯৩১ সহ ২৫ টি বিভিন্ন ব্যাংকের ৩৬ টি এ্যাকাউন্ট এর সর্বমোট ১৫৯টি চেকের পাতা,০৩ টি ভিসা কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ২টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন,ইসলামী ব্যাংক পিএনএম ইন্টারন্যাশনাল একাউন্ট নাম্বার-২০৫০৭৭৭০১০০৭২৩৯৩১ এর একাউন্টে প্রদত্তসহ মোট ৮টি মোবাইল সীমকার্ড,পান্না ইন্টারন্যাশনাল ভিজিটিং কার্ড-০৮টি,প্রতারণার কাজে ব্যবহৃত ইংরেজিতে লেখা PNM INTER NATIONALরাবার স্ট্যাম্প সীল প্যাড-০১টি, অফিসিয়াল হাত ব্যাগ উদ্ধার পূর্বক ইং ১৭ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল ৫. ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার ভুলতা বাজার এর ডাচ বাংলা ব্যাংকের সামনে পিচ রাস্তার উপর জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।