1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
মট্স এর শিক্ষার্থীরা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে    .... রিফাত মাহবুব সাকিব - এখনই সময় টিভি
May 10, 2025, 1:16 am

মট্স এর শিক্ষার্থীরা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে    …. রিফাত মাহবুব সাকিব

Reporter Name
  • Update Time : Saturday, December 7, 2024
  • 143 Time View

ব্যাংকার, লেখক, কলামিস্ট, ফিল্ম মেকার ও স্যোশাল ডেভেলপার রিফাত মাহবুব সাকিব বলেন, মট্স এমন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়েরা বিভিন্ন কোর্স করে প্রশিক্ষিত হয়ে দেশের বাইরে গিয়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পাশাপাশি ভাবমুর্তি উজ্জ্বল এবং বেকারত্ব লাঘব করছে। তারা বিভিন্ন বিদেশী ভাষা শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে পৃথিবীর বুকে নতুন করে চিনিয়ে দিচ্ছে। সত্যিই আনন্দিত এ বছর নতুন শিক্ষা বর্ষে প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। তারা ৪ বছর শিক্ষা কোর্স সম্পন্ন করে বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও তাদের অভিজ্ঞতা কাজে লাগাবে। আমি আশা করবো মট্স এর পাশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা প্রয়োজনীয় সহায়তা দিবে। তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রশংসা করে বলেন, গত ১ বছরে জেমস্ গোমেজ দায়িত্ব নেওয়ার পর অনেক উন্নতি করেছেন। অনুষ্ঠানের শুরুতেই বিশেষ প্রার্থনা পাঠ করেন জুঁই রোজলীন বৈদ্য এবং  শিক্ষার্থীদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে সূচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন মি. এএইচএবি সিদ্দিক, উর্ধ্বতন ব্যবস্থাপক ও উপাধ্যক্ষ, প্রশিক্ষণ ও শিক্ষা।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে  নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ ডিসেম্বর (শনিবার) সকালে মট্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মট্স ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ও মট্স এর পরিচালক জেমস্ গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই, ঢাকা মহাধর্মপ্রদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা, নির্বাহী পরিচালক, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল, ইঞ্জি, উৎপল কে দাস, ব্যবস্থাপনা পরিচালকসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক। মি. সৌরভ শামুয়েল পিউরীফিকেশন, প্রধান প্রশিক্ষক, প্রশিক্ষণ ও শিক্ষা, মি. মামুনুর রশীদ, প্রধান প্রশিক্ষক, সিএসটি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং দেশ ও জাতীর সেবার মাধ্যমে উন্নতজীবন গড়তে শাণিত করবে। এই দিনটিকে সুন্দর এবং অর্থবহ করে তুলতে স্বপ্নচারী শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক অভিনন্দনসহ মক্স ক্যাম্পাসে স্বাগত জানান। এছাড়া মটুট্স এর আদর্শ, ঐতিহ্য ও শৃঙ্খলা বিষয়ে অবহিতকরণের মাধ্যমে তাদের জীবনের নতুন পথ চলাকে মঙ্গলময় ও সাফল্যমন্ডিত করতে সহযোগীতার আশ্বাস প্রদান করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV