মাসুমের খুনী পলাতক শামীমকে অতিদ্রুত গ্রেফতার করতে জাতীয় মানবাধিকার সমিতির আল্টিমেটাম
জাতীয় মানবাধিকার সমিতির আল্টিমেটাম
সিলেটের বিশ্বনাথ উপজেলার মাসুমের খুনী পলাতক শামীমসহ জড়িতদের হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
আজ ( ২ফেব্রুয়ারী বুধবার-) জাতীয় প্রেসক্লাবে সামনে বিকেলে মাসুম হত্যার সাথে জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল বের করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার সংগঠক এডভোকেট মোহাম্মদ স্বপ্নীল সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও লেখক কলামিস্ট মানবাধিকার সংগঠক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, – সিভিল রাইটস মুভমেন্টের চেয়ারম্যান এডভোকেট নুরুন্নবী উজ্জ্বল, – বাংলাদেশ
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠক মো : মঞ্জুর হোসেন ঈসা, প্রমুখ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক নাজমুল হাসান,- মানবাধিকার সংগঠক তৌহিদ আহমেদ,- মানবাধিকার সংগঠক ইসমাইল হোসেন হৃদয়।
এসময় বিক্ষুদ্ধ মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মাসুম হত্যার সুষ্ঠু বিচার ও ফাঁসি দাবি করে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে হত্যাকান্ডের শিকার মাছুমের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এতে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে মাসুম হত্যার প্রকৃত
খুনের মাস্টারমাইন্ড পলাতক শামীম আহমেদ ফয়েজের ফাঁসি দাবি জানানো হয়। সেই সাথে হত্যার সাথে জড়িত অন্যান্য খুনিদের দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
যদি আগামী পনেরো দিন- অর্থাৎ -( আগামীকাল সোমবার – ৩ ফেব্রুয়ারী- থেকে ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত পনেরো দিনের আল্টিমেটাম প্রদান করে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলা হয় যদি এই সময়ের মধ্যে খুনি শামীমকে প্রশাসন গ্রেফতার করতে ব্যর্থ হলে আগামী ১৭ ফেব্রুয়ারিতে কঠোরভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হবে জাতীয় মানবাধিকার সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মাসুমের হত্যাকারী খুনী পলাতক শামীম আহমেদ ফয়েজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানাচ্ছি। যাতে করে এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ ছাড় না পায়।
Leave a Reply