বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ১৩.০৩.২০২৫ বৃহস্পতিবার এক বিবৃতিতে গভীর শোক ও ক্ষোভের সঙ্গে বলেছেন যে, গত ৫ মার্চ মাগুরায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে, যেখানে এক নিষ্পাপ নারী শিশুকে পালাক্রমে তাঁর বোনের জামাই, ভাসুর ও শ্বশুর ধর্ষণ এবং পৈশাচিক নির্যাতন করে, যা পৃথিবীর ইতিহাসে মর্মান্তিক ঘটনা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির আজ নির্মম মৃত্যু হয়েছে। আমরা মনে করি, এই ধরনের ঘটনার জন্য রাষ্ট্রের ব্যর্থতাই মূলত দায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ভূমিকা ও আইনের কঠোর প্রয়োগ থাকলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। বিশেষ করে, ধর্ষণের মতো বর্বর অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধ প্রতিরোধ করা যায়।
বাংলাদেশ গণমুক্তি পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে যে, দেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে আরও কঠোর হতে হবে এবং ধর্ষণ ও হত্যার মতো অপরাধ দমনে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করতে হবে।
আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে নারী ও শিশুদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হোক।
আমরা এ ঘটনার প্রতি সকল দেশবাসীর মনোযোগ আকর্ষণ করছি এবং সাম্য, ন্যায়বিচার ও মানবাধিকারের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।