1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সিলেটে ফের বৃষ্টি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা - এখনই সময় টিভি
May 21, 2025, 12:34 pm

সিলেটে ফের বৃষ্টি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

Reporter Name
  • Update Time : Monday, June 3, 2024
  • 112 Time View

কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট নগরীর বেশ কিছু এলাকা। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি-দোকানপাটে এমনকি হাসপাতালেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার রাত ১টার দিকে ভারি বৃষ্টি শুরু হলে নগরীর বাসিন্দাদের বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করে। সোমবার সকাল ১০টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল সিলেটে; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ধরে আসে।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৮ মিলিমিটার।

গত দুদিন ধরে সিলেটে ভারি বৃষ্টি না হওয়ায় এবং উজান থেকে নেমে আসা ঢলের পরিমাণ কম হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতির খবর পাওয়া যাচ্ছিল।তবে এরমধ্যে ফের বৃষ্টিপাত হওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি দিকে যেতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের।

রাতে বিভিন্ন স্থান ঘুরে এবং খোঁজ নিয়ে জানা যায়, নগরীর তালতলা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দাঁড়িয়াপাড়া, বেতেরবাজার, শিবগঞ্জ, মেজরটিলা, পাটানটুলা, ছালিবন্দর, বাগবাড়ি, যতরপুর, কাজিরবাজার, শেখঘাট, কলাপাড়া, পীরমহল্লা, মাছিমপুর, ছড়ারপার, ইলাশকান্দি, উপশহর ও বাদামবাগিচাসহ নগরীর অন্তত একশটি এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV