1. [email protected] : ekhonisomoy :
  2. [email protected] : facfltd :
সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ..... শেখ রফিকুল ইসলাম বাবলু - এখনই সময় টিভি
May 19, 2025, 11:17 pm

সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ….. শেখ রফিকুল ইসলাম বাবলু

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025
  • 38 Time View

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু সীমান্তে ভারতীয় আগ্রাসন ও নিরীহ বাংলাদেশী মানুষ হত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, অতিসম্প্রতি লালমনির হাট সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে বিজিবির সাথে স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধে বিএসএফ পিছু হটে। ভারত বাংলাদেশের সাথে পরামর্শ ছাড়া বার বার আগ্রাসী তৎপরতা চালায় তাই এই আগ্রাসন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
২২ জানুয়ারি মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও নতুন করে আরোপিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি উপরিউক্ত কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা বাজার নিয়ন্ত্রণে মনোযোগী হোন। ফ্যাসিস্টদের প্রেতাত্বারা এখনও বাজার নিয়ন্ত্রণ করছে। আপনার সিন্ডিকেট ভাঙ্গার দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারেননি। নিত্যপণ্যের মূল্য কমানোর কার্যকর কোন উদ্যোগ না নিয়ে উপরন্ত নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ সুবিবেচনা প্রসূত হয়নি। অবিলম্বে নিত্যপণ্যের দাম কমিয়ে স্বল্প আয়ের মানুষের জীবন বাঁচান। নিত্যপণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধিতে গরীব অসহায় মানুষ অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে।
তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন ছিল অতি সাধারণ, নিরবে নিভৃতে। সদ্য স্বাধীন বাংলাদেশ সরকার তাকে উপযুক্ত মর্যাদায় বরণ করেননি। তারা মওলানা ভাসানীর সংগ্রামী ইতিহাসকে আড়াল করার চেষ্টা করলেও ইতিহাস তার স্থান নির্ধারণ করে দিয়েছে। আজ তিনি সকল মহলে বরণীয়, নতুন প্রজন্ম মওলানা ভাসানীকে নিয়ে ভাবে এবং অধ্যায়ন করে। একমাত্র মওলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ নুরুজ্জামান হিরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারী নেত্রী সুমিয়া আক্তার, ছাত্রনেতা মোশারফ হোসেন, এবং পরিষদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পুরানা পল্টন এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV