২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রাককালে মাওয়া এলাকার কিছু খন্ডচিত্র। আওয়ামী লীগের কর্মীরা হাজার হাজার বেলুন নিয়ে উদ্বোধনের জন্য অপেক্ষা করতে দেখা যায় মাওয়া ফেরীঘাট এলাকায়। এসময় বিমান বাহিনীর বিমান কসরতের চিত্র দেখা যায়, যা সাধারণ মানুষ অবলকন করেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠেন। ধন্যবাদ এখনই সময় টিভি কলা কৌশলীসহ লক্ষ লক্ষ জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা। মাওয়া প্রান্ত থেকে মনসুর রহমান পাশা ও এমডি সলামান।