গতকাল বিকেলে শান্তিনগর বাজার দোকান মালিক সমিতির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম, লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক বাবুল, উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাকিম আব্দুর রহমান। শেয়ার হোল্ডারের মধ্যে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান লাবু, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, শামসুল আলম সবুজ প্রমুখ।
নিম্নে সাত দফা সমূহ তুলে ধরা হলো- ১। ২৩ অক্টোবর ২০২২ তারিখ রাতের আঁধারে সম্পাদিত অবৈধ, অসম, লজ্জাজনক চুক্তি এবং আম-মোক্তার বাতিল করতে হবে। ২। উন্নয়নের নামে চুক্তি চুক্তি খেলা বাদ দিয়ে প্রকৃত উন্নয়নের লক্ষ্যে এজিএম-এ পাশকৃত উন্নয়ন নীতিমালা ২০১২ মেনে ডেভলপার-এর সাথে প্রকাশ্য চুক্তি করতে হবে। ৩। শান্তিনগর বাজার যেন ক্রেতাশুন্য না হয়, সে জন্য বাজার বন্ধ না করে উন্নয়নের কাজ ৩ ভাগে করতে হবে। ৪। উন্নয়ন চুক্তিতে প্রতি শেয়ার হোল্ডারের জন্য ১০০ বর্গ ফুট-এর বেশি স্পেস বরাদ্দের জন্য শেয়ার হোল্ডার-সোসাইটি-ডেভেলপার ত্রিপাক্ষিক রেজিষ্টার্ড চুক্তি করতে হবে। ৫। উন্নয়ন চুক্তিতে বর্তমান দোকানের সমান একটি দোকান ১ম তলা/নিচ তলায় (গ্রাউন্ড ফ্লোর) এবং আরেকটি দোকান ৩য়/৫ম তলায় থাকতে হবে। অর্থাৎ দোকানের বিপরীতে মালিকের ২টি দোকান প্রাপ্তি রেজিষ্টার্ড চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে। ৬। উন্নয়ন চুক্তিতে বিদ্যমান মসজিদ-মাদ্রাসার যথাস্থানে পুনঃনির্মাণের শরিয়াতের বিধানানুসারে ওয়াকফকৃত মসজিদে সাধারণ মুসল্লিগণের অবাধ ইবাদতের সুযোগ থাকতে হবে। ৭। উন্নয়ন চুক্তিতে কৃষ্টি ও কল্যাণ সংসদের ন্যায্য মালিক সমিতিসহ বিভিন্ন সমিতির অফিস প্রাপ্তি নিশ্চিত করতে হবে।